বর্তমানে অনলাইনের যুগে আমাদের সকল ধরনের সেবাকে সবার কাছে পৌঁছে দিতে একটি ওয়েবসাইট খুবই প্রয়োজন হয়। একটি ওয়েবসাইট যেকোন সেবার পরিচয় বহন করে বিধায় এটি খুব সতর্কতার সাথে তৈরি করা দরকার। আমরা আজকের আর্টিকেলে ওয়েবসাইট সম্পর্কে ভালোভাবে জেনে কোথায় কিনতে পারবো সেগুলো জানাব। আসুন জেনে নিই।
ওয়েবসাইটের জন্য কি প্রয়োজন?
সাধারনত ওয়েবসাইটের ২ টি অংশ থাকে। একটি হচ্ছে ডোমেইন এবং অপরটি হচ্ছে হোস্টিং। এই দুইটি অংশ একত্রে একটি ওয়েবসাইট সচল করে এবং অনলাইনে মানুষ দেখতে পায়।
ডোমেইন কী?
ডোমেইন হচ্ছে ওয়েবসাইটের নাম বা ঠিকানা। যেমন আপনি এই মুহুর্তে আমাদের ওয়েবসাইটে আর্টিকেল পড়ছেন যার নাম বা ঠিকানা হচ্ছেঃ https://victoryeducare.com/ । যে কেউ দুনিয়ার যেকোন প্রান্ত থেকে এই ঠিকানায় প্রবেশ করলে আমাদের কন্টেন্ট দেখতে পারবে। আপনার ব্যাবসার নামের সাথে মিল রেখে আপনাকেও এই নাম বা ঠিকানা কিনে নিতে হবে। অর্থাৎ প্রথমে আপনাকে ডোমেইন কিনে নিতে হবে।
ডোমেইনের বিভিন্ন এক্সটেনশন হয়, যেমনঃ .com, .info, .tv, .gov, .org, .xyz ইত্যাদি। যেমন আমাদের অন্য একটি ওয়েবসাইটের কাজ চলছে যার ডোমেইন হচ্ছে fantasyuniverse.xyz । আমরা এই নামে .com ডোমেইন পাইনি, কেউ একজন আগেই কিনে নিয়েছেন। তাই .xyz এক্সটেনশন কিনেছি। তাতে কোন সমস্যা নেই। আপনিও এরকম ডোমেইন কিনবেন।
হোস্টিং কী?
আপনি ডোমেইন কিনে আপনার ঠিকানা তৈরি করলেন। কিন্ত আপনার ঠিকানায় কোন কিছু রাখতে হলে কিছু যায়গার প্রয়োজন। ওয়েবসাইটের ক্ষেত্রে হোস্টিং হচ্ছে সেই যায়গা। অর্থাৎ আপনার কন্টেন্ট অনলাইনে রাখতে কিছু মেমোরি দরকার । সেটাই হচ্ছে হোস্টিং। আপনার ওয়েবসাইটে কি কন্টেন্ট রাখবেন তার উপর নির্ভর করে আপনি হোস্টিং এর পরিমান নির্ণয় করে কিনে নিবেন। সাধারণত ব্লগিং ওয়েবসাটের জন্য কম যায়গা এবং ই-কমার্স ওয়েবসাইটের জন্য বেশি যায়গা লাগে। এছাড়াও যারা ওয়েবসাইটে বেশি ছবি রাখবেন তাদেরও বেশি যায়গা প্রয়োজন। যাইহোক প্রথমে অল্প পরিমান হোস্টিং নিয়ে শুরু করা যায় এবং পরে আপগ্রেড করে সহজেই বেশি পরিমাণ হোস্টিং কেনা জায়। কোন সমস্যা নেই।